Header Ads

Header ADS

আমরা কতটা সফল?



আমরা কখনো কি , ‍জীবনকে নিয়ে ভেবেছি ? হয়তো বা বেভেছি হয়তো বা বাভিনি ,ভাবলে ও ক্খন গুরুত্ত দেইনি। আমাদের জীবন একান্তই আমাদের , ভাবনাটা আমাদেরেই কোরতে হবে ।জীবনের সফলতা নীর্ভর করে ,নিজের জীবনের বাস্তবীক অভীজ্ঞতার উপর । আপনি যখন পরাশুনা করেন তখন আপনার চোখে অনেক স্বপ্ন লালন করেন । সে স্বপ্নগুলো কি বাস্তবে রুপদিতে পেরেছেন? হয়তোবা পারেননী । হয়তোবা চেষ্টাই করেনী । চেষ্টা করলে ,সফল হোতে পারতেন । চেষ্টা অর্থাত পরিশ্রম কারো সাথে বেইমানী করে না । আবার আমরা পরিশ্রম করি কিন্তু সফলতার মুখদেখতে পাই না । কিন্তু আমরা কখন ভেবে দেখিনা যে ,কোথায় আমাদের ব্যার্থতা । যেমন গাধা অনেক পরিশ্রম করেও গাধা।

জীবনে সফলাতার জন্য প্রয়োজন একটি সুপরিকল্পীত পরিকল্পনা যা পারবে জীবনে সফলতা আনতে।
মানব জীবনের বাস্তব সমস্যাগুলো চিন্নীত কোরে ,তা দুর করার মধ্য দিয়ে ,যাত্রা শুরু কোরতে হবে সফলতার পথে। 

আমরা যখন জীবন চলার পথে যখন ব্যার্থ হই ,তখন আমরা ভেঙ্গে পরি , ভেবেই নেই আমাকে দিয়ে হবে না । ইংরেজিতে একটি প্রবাদ আছে -A failure is the pillar of the success.  আমরা ভুলেই যাই আমাদের সত্যিকারের পরিচয় । পৃথিবীর যত কল্যান কর ষৃষ্টী সব কটাই আমাদের মতই কেউ করেছ।
জীবনে সফলতা তখনই আসবে যখন মানুষ নিজেকে সক্ষম মনে করবে । তত দিন মানুষ সফল হোতে পারবে না যত দিন মানুষ নিজেকে এক জন উদ্যোক্তা না ভাববে। নিজেকে উদ্যোক্তা ভাবুন ,উদ্যোক্তা হিসেবে প্রস্তুতি নিন। আপনিই একদিন সফল হবেন।
Man is the maker of his fortune



No comments

Powered by Blogger.